রুটের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ইংল্যান্ডের
জো রুটের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। রুট ১১৮ রানে অপরাজিত থাকেন।
জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৪ রান করেছে অস্ট্রেলিয়া। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের চেয়ে ৩৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া। দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরির স্বাদ নেন রুট। ৭টি চার ও ৪টি ছক্কায় ১৫২ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া জনি বেয়ারস্টো ৭৮ ও জ্যাক ক্রলি ৬১ রান করেন।
অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও ৪ উইকেট নেন। ২ উইকেট নেন জশ হ্যাজেলউড।KSRM
দিনের শেষভাগে ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৪ রান করেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ ও উসমান খাজা ৪ রানে অপরাজিত আছেন।
Tag: English News games others world
No comments: