মামলার শুনানিতে অংশ নিতে মিয়ামিতে ট্রাম্প
রাষ্ট্রীয় নথি গোপন করার মামলায় শুনানিতে অংশ নিতে মিয়ামিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জুন) ট্রাম্প মিয়ামিতে পৌঁছান। এদিকে অধিকাংশ রিপাবলিকান সমর্থক মনে করেন, ট্রাম্পকে মামলায় অভিযুক্ত করার পেছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় দুপুর ২ টা ৫৪ মিনিটে নিজস্ব বিমানে করে মিয়ামিতে পৌঁছান।
১৪ জুন ৭৭ বছরে পা দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার ঠিক আগের দিন তাকে আদালতে হাজিরা দিতে হবে। মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি গোপন করার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শুরু হবে।
আরও পড়ুন: প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ‘ফেডারেল অপরাধে’ অভিযুক্ত ট্রাম্প
মিয়ামিতে আসার জন্য যা নিউ জার্সি থেকে যাত্রা করার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি আশা করি, গোটা দেশই দেখতে পাচ্ছে যে, কট্টর বামপন্থিরা আমেরিকার সঙ্গে কি করছে।’
এদিকে জরিপ সংস্থা ইপসস এবং বার্তা সংস্থা রয়টার্সের নতুন জরিপ থেকে দেখা গেছে, বেশিরভাগ রিপাবলিকান সমর্থক মনে করেন যে, ট্রাম্পের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীদের বিপরীতে ট্রাম্পের জনপ্রিয়তা আরও বেড়েছে।
জরিপ অনুসারে ৮১ শতাংশ রিপাবলিকান সমর্থক মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এই মামলা করা হয়েছে। এ ছাড়া, ৪৩ শতাংশ স্ব-স্বীকৃত রিপাবলিকান সমর্থক ডোনাল্ড ট্রাম্পকে তাদের পছন্দের প্রার্থী বলে বেছে নিয়েছেন। বিপরীতে ২২ শতাংশ সমর্থক বেছে নিয়েছেন রন ডিস্যান্টিসকে।
No comments: