সংযুক্তাসহ সেন্ট্রালের চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুতে ডা. সংযুক্তাসহ সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শৃঙ্খলা কমিটি।
শুক্রবার (২৩ জুন) বিএমডিসি মহাসচিব ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী বিএমডিসির নির্বাহী কমিটিকে এই সুপারিশ করেন।
daraz
বিএমডিসি মহাসচিব বলেন, সেন্ট্রাল হাসপাতালে যে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা বিএমডিসির নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা এ ঘটনায় যে চিকিৎসকরা জড়িত ছিলেন, তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে পারেন। তাদের বক্তব্য সংগ্রহ করে বিএমডিসির কাছে পাঠালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
ডা. সংযুক্তা সাহার নিবন্ধনের বিষয়ে এহতেশামুল হক বলেন, ডাক্তার সংযুক্ত সাহার নিবন্ধন নেই বিষয়টি এমন নয়। তার নিবন্ধন রয়েছে, কিন্তু ২০১০ সালের পর নবায়ন করেননি। তিনি নবায়নের জন্য অতি সম্প্রতি আবেদন করেছেন। কিন্তু আমরা তার আবেদন স্থগিত করে রেখেছি।
এ সময় তিনি আরও বলেন, কোনো চিকিৎসক রোগীর কনসার্ন ছাড়া তার ভিডিও প্রকাশ করতে পারেন না। ডা. সংযুক্তা সাহা সম্পূর্ণ অনৈতিক কাজ করেছেন।
Tag: English News lid news national
No comments: