নোভা কাখোভকা বাঁধ ধ্বংসের ১২ দিন, বন্যায় মৃত ৪৫
রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল খেরসনের নোভা কাখোভকা বাঁধ ধ্বংস হওয়ার পর পেরিয়ে গেছে ১২ দিন। বাঁধ ধ্বংস হওয়ার পর নিচু অঞ্চলে সৃষ্ট বন্যায় অন্তত ৪৫ জন মারা গেছে। রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের কর্তৃপক্ষের দেয়া তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন নিয়ন্ত্রিত খেরসনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ছবি: এপি
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৮ জুন) জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বন্যার কারণে নিশ্চিতভাবে ১৬ জন মারা গেছে। এছাড়া আরও অন্তত ৩১ জন বন্যার শুরু থেকেই নিখোঁজ রয়েছে। তাদেরও মৃত বলে ধারনা করা হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সবমিলিয়ে বন্যা কবলিত এলাকা থেকে ৩ হাজার ৬১৪ জনকে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে ৪৭৪ জন শিশু এবং ৮০ জন চলাচলে অক্ষম ব্যক্তিও রয়েছ।
আরও পড়ুন: বিধ্বস্ত নোভা কাখোভকা বাঁধ, বন্যার ঝুঁকিতে ৪২ হাজার মানুষ
একই দিনে রুশ নিয়ন্ত্রণে থাকা খেরসনের কর্মকর্তারা জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণের থাকা অঞ্চলে বন্যায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। রুশ নিয়ন্ত্রিত খেরসনের কর্মকর্তা আন্দ্রেই আলেকশেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
দিনিপ্রো নদীর দুই তীরে অবস্থিত খেরসন শহরটির দুটি অংশ পৃথকভাবে রাশিয়া এবং ইউক্রেন নিয়ন্ত্রণ করে। নদীর পশ্চিম তীরের অংশটুকু নিয়ন্ত্রণ করে ইউক্রেন এবং পূর্ব পাড়ের অংশ নিয়ন্ত্রণ করে রাশিয়া।
উল্লেখ্য, নোভা কাখোভকা বাঁধ গত ৬ জুন আংশিকভাবে ভেঙে পড়ে। এর জন্য রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশেই পরস্পরকে দোষারোপ করে আসছে। নোভা কাখোভকা বাঁধের ফলে যে জলাধারের সৃষ্টি হয়েছিল তার আয়তন যুক্তরাষ্ট্রে উতাহ অঙ্গরাজ্যের গ্রেট সল্ট লেকের সমান। ৃ
No comments: