এমপিদের বেতন থেকে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সহায়তার আহ্বান
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তার জন্য এমপিদের নিজেদের বেতনের কিছু অংশ দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় জান্তা পার্টির সংসদ সদস্য বরুণ গান্ধী। শনিবার (৩ জুন) টুইট করে তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভি
ভারতীয় জান্তা পার্টির সংসদ সদস্য বরুণ গান্ধী। ছবি: এনডিটিভি
টুইটবার্তায় তিনি বলেন, ‘ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হৃদয়বিদারক। আমাদের সবার উচিত পাথরের মতো শক্ত হয়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো। আমি সব এমপিকে আহ্বান জানাচ্ছি তাদের বেতনের একটি অংশ দিয়ে দুর্ঘটনার শিকার এসব পরিবারকে সাহায্য করার জন্য। তাদের প্রথমে আমাদের সহায়তা করা প্রয়োজন। এরপর তাদের ন্যায়বিচার দিতে হবে।’
এদিকে পিলিভীতের আরেক সংসদ সদস্য বলেছেন, ‘আমাদের এ মুহূর্তে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে শক্ত হয়ে দাঁড়ানো উচিত।’
এ বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনা তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন। এ ছাড়া গুরুতর আহতদের ২ লাখ রুপি এবং যারা সামান্য আহত হয়েছেন তাদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার কথা বলেছেন তিনি।
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯ শতাধিক।
আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনা: বগি কেটে বের করা হচ্ছে মরদেহ
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল ট্রেনটি।
পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।
ওড়িশা ট্রেন দুর্ঘটনাকে দেশটির ২০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার অভিযানে সেনাবাহিনী
ভারতের রেলওয়ে মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ শুরু হবে।
No comments: