রাশিয়ায় এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবিজ্ঞানীর বিচার শুরু
চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ায় আনাতোলি মাসলভ নামে দেশটির এক খ্যাতনামা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবিজ্ঞানীর বিচার শুরু হয়েছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবিজ্ঞানী আনাতোলি মাসলভ। ছবি: সংগৃহীত
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বৃহস্পতিবার (১ জুন) সেন্ট পিটার্সবার্গের একটি আদালতে তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তার বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ কাজে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদন মতে, রাশিয়ার সাইবেরিয়ার নভোসিব্রিস্ক শহরের একটি ইনস্টিটিউটে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকল্প চালু রয়েছে।
ওই ইনস্টিটিউটের মোট তিন ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীর বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ এনেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। তাদেরই একজন মাসলভ।
আরও পড়ুন: বাখমুতে ওয়াগনারের জায়গায় মোতায়েন হচ্ছে চেচেন বাহিনী
তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘অতি ভয়াবহ’ বলে অভিহিত করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ জুন) সেন্ট পিটার্সবার্গের একটি আদালতে মাসলভের বিচার শুরু হয়েছে।
এই বিচার প্রক্রিয়াকে ‘টপ সিক্রেট’ তথা ‘অতি গোপন’ বলে চিহ্ণিত করা হচ্ছে। গণমাধ্যম বা দেশের জনগণের কাছে বিচারিক কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।
এমনকি বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলার জন্য মাসলভের আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ৭৬ বছর বছর বয়সী বিজ্ঞানী মাসলভের একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছেন, গত বছরের জুনে নভোসিব্রিস্ক থেকে মাসলভকে গ্রেফতার করা হয়।
সূত্র আরও জানিয়েছে, মাসলভ এখন গুরুতর অসুস্থ। গ্রেফতার হওয়ার পর অন্তত দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।িএজন্য দীর্ঘ সময় তাকে হাসপাতালে থাকতে হয়েছে।
আরও পড়ুন: পাল্টা হামলায় ইউক্রেনের ৩০ সেনা নিহত, দাবি রাশিয়ার
মাসলভ রাশিয়ার ক্রিস্টিয়ানোভিচ ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিকসের অধ্যাপক ও গবেষক ছিলেন। এটা রাশিয়ার অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযুক্ত অন্য দুইজন হলেন ভ্যালেরি জাভেগিন্তশেভ ও আলেক্সান্দার শিপলিউক।
তারা তিনজনই হাইপারসনিক বিশেষজ্ঞ। রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের উন্নয়নে যে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে তার সঙ্গে যুক্ত ছিলেন তারা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও ১০ গুণ গতিতে ছুটতে সক্ষম। বর্তমানে তারা তিনজনই কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩
রুশ সরকার ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ আনলেও অভিযুক্ত তিন বিজ্ঞানীর প্রতি সমর্থন জানিয়েছেন তাদের সহকর্মীরা। গত ১৫ মে এক খোলাচিঠিতে তারা বলেছেন, আটক তিনজন বিজ্ঞানী দেশপ্রেমিক ও নির্দোষ। রাশিয়ায় বিজ্ঞানের বিকাশে তারা বিদেশে উচ্চ বেতনের চাকরির সুযোগও ত্যাগ করেছেন।
No comments: