Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জেদ্দা মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২




সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষীও মারা যায়। বুধবার (২৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে। জেদ্দা মার্কিন কনস্যুলেট। ছবি: সংগৃহীত আল অ্যারাবিয়ার নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির সময় কনস্যুলেটের এক নেপালি কর্মী নিহত হয়। নিহত নেপালি ব্যক্তি কনস্যুলেটের নিরাপত্তারক্ষী ছিলেন। এসপিএ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মার্কিন কূটনৈতিক চত্বরের কাছে গাড়ি থামায় এবং একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ফলে একজনের মৃত্যু হয়। আরও পড়ুন: সৌদিতে এ বছর ২০ লাখ পশু কোরবানি হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় মার্কিন কনস্যুলেটের একজন নেপালি কর্মী আহত হন এবং পরে মারা যান। ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র গুলির ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুন: ইউক্রেনে রেস্তোরাঁয় হামলা, নিহত বেড়ে ৮ ওই কর্মকর্তা বলেন, জেদ্দা কনস্যুলেট এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সৌদি সরকার ঘটনাটি তদন্ত করছে। হামলায় কনস্যুলেট অফিস কোনো ক্ষতিগ্রস্থ হয়নি বলেও তিনি উল্লেখ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply