Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিলেটে সশস্ত্র মহড়া : সেই কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল




সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা বাতিল করা হয়। বুধবার (১৪ জুন) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ সংক্রান্ত শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। daraz আফতাব হোসেনের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তা ব্যাখ্যা দিতে তাকে ঢাকায় তলব করেছিল ইসি। তার বক্তব্য শোনার পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইসি সচিব বলেন, আফতাব হোসেন খানের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ব্যাখ্যা দিতে ইসিতে হাজির হতে বলা হয়েছিল। তিনি ও তার আইনজীবী উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন। এ সময় ওই প্রার্থীকে অস্ত্রের মহড়া দেওয়ার ভিডিও দেখানো হয়। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। গত সোমবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে, লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেন। ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করেছেন। সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬-এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেয় ইসি। আজ শুনানির পর ইসি তার প্রার্থিতা বাতিল করে দিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply