মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জান্তা সরকার শাসিত মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২১ জুন) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা আরোপের এ বিষয়টি জানায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন ট্রেজারি ভবন। ছবি: সংগৃহীত
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, মিয়ানমারের জান্তাবাহিনী বিদেশি মুদ্রায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্যাংক দুটি ব্যবহার করায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার খড়গ নেমে আসা মিয়ানমারের ব্যাংক দুটি হলো, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (এমআইসিবি)। ব্যাংক দুটি মিয়ানমারের জান্তা সরকারের জন্য বিভিন্ন উৎস থেকে বিদেশি মুদ্রা লেনদেনের কাজে ব্যবহৃত হয়ে আসছিল।
আরও পড়ুন: রাশিয়া থেকে আরও দুই যুদ্ধবিমান পেল মিয়ানমার
মার্কিন ট্রেজারি বিভাগের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানসহ একাধিক বিদেশি উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাঁচামাল আমদানি করা হতো মিয়ানমারে। এরপর এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে সাধারণত বিরুদ্ধবাদীদের ওপর চালানো হতো ‘পাশবিক নির্যাতন’।
২০২১ সালের ফেব্রুয়ারি মানে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর পর থেকে বিগত দুই বছরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত ১০০ কোটি ডলারের সমরাস্ত্র আমদানি করেছে।
Tag: English News lid news others world
No comments: