ওয়াশিংটনে মিউজিক ফেস্টিভ্যালের পাশে গোলাগুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মিউজিক ফেস্টিভ্যালের পাশে গোলাগুলির ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
daraz
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের জর্জ শহরের কাছে ক্যাম্পগ্রাউন্ডে ইলেকট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন কাছাকাছি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটে পুলিশের কাছে গুলি চালানোর রিপোর্ট আসে।
শেরিফের অফিসের মুখপাত্র কাইল ফোরম্যান জানান, সন্দেহভাজন হামলাকারী ভিড়ের মধ্যে এলোমেলোভাবে গুলি চালিয়ে পালিয়ে যায় এবং পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনার পর মিউজিক ফেস্টিভ্যাল স্বাভাবিকভাবে চললেও পরদিন সকালে অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়।
No comments: