Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে: পুতিন




বেলারুশে এরইমধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যাচটি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করেন। পুতিন বলেন, রুশ ভূখণ্ড বা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই কেবল এসব অস্ত্র ব্যবহার করা হবে। আরও পড়ুন: রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছাতে শুরু করেছে এদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন হামলায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে-এমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। পুতিনের মন্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারেরর প্রস্তুতি নিচ্ছে, আমরা এমন কোনো ইঙ্গিত পাইনি।’ রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশ গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন হামলায় পুতিনের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, গ্রীষ্মের মধ্যেই কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র হস্তান্তর সম্পন্ন হবে। পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমরা কেন পুরো বিশ্বকে ভয় দেখাব? আমি আগেই বলেছি, রুশ রাষ্ট্র বিপদে পড়লেই কেবল চরম পদক্ষেপ গ্রহণ করা হবে।’ আরও পড়ুন: পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বেলারুশ: লুকাশেঙ্কো এর আগে, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট প্রথমবারের মতো বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন। সে সময় তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে বহু দশক ধরেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে। রাশিয়ার এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের পাল্টা উদ্যোগ বলেই ধারণা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনের সিদ্ধান্তের সমালোচনা করলে তারা ইউরোপে যেসব কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলো সরিয়ে নেয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। দেশটি স্পষ্ট করে বলেছে, এ বিষয়ে তার নিজস্ব অবস্থান পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply