জাপানে রোনাল্ডোর মুখোমুখি হচ্ছে পিএসজি
জাপান সফরে গ্রীস্মিকালীন প্রীতি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সৌদি ক্লাব আল নাসর ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার একথা জানিয়েছে ফ্রেঞ্চ লিগের শিরোপা জয়ী ক্লাবটি।
গত গ্রীষ্মেও স্থানীয় ক্লাবের সঙ্গে তিনটি ম্যাচ খেলতে জাপান সফর করেছিল পিএসজি। সে সময় সবগুলো ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এমনকি তাদের অনুশীলণ সেশনেও লেগে ছিল প্রচন্ড ভীড়।
তবে এবারের সফরে পিএসজি সৌদি আরবের ক্লাব আল নাসর, ইন্টার মিলান ও জে লিগের ক্লাব সেরেজো ওসাকার মোকাবেলা করবে। আগামী ২৫ জুলাই ওসাকায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসরের মুখোমুখি হবে প্যারিস জায়ান্টরা। তিন দিন পর স্বাগতিক ওসাকার মুখোমুখি হবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
Tag: English News games others world
No comments: