মেহেরপুর সরকারী শিশু পরিবার (বালক) এর নিবাসীদের দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার
জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সরকারী শিশু পরিবার (বালক) এর নিবাসীদের দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। সভায় সিভিল সার্জন, ডিডি, সমাজসেবা, শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিশুরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, শিশু পরিবারের শিশুদের লেখাপড়া শিখে দক্ষতা অর্জন করতে হবে এবং মানুষের মত মানুষ হবে। এখানে লেখাপড়া, খেলাধুলা, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ধর্ম কর্ম পালনের সুযোগ রয়েছে। তাই তিনি শিশুদের এই প্রতিষ্ঠান থেকে সুনাগরিকরূপে গড়ে ওঠার সুযোগকে কাজে লাগানোর আহবান জানান।
Tag: Zilla News
No comments: