পদ্মা সেতুতে টোল আদায় কত, জানালেন সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকে চলতি ৭ জুন পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে।
পদ্মা সেতু
বুধবার (১৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে টোল আদায়ের এ হিসাব জানান তিনি। বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী বলেন, দেশের বৃহত্তম এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য তা উন্মুক্ত করে দেয়া হয়। ২০২২ সালের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল এবং গত এপ্রিলে ৭১ কোটি ১৩ লাখ টাকার টোল আদায় হয়েছে।
আরও পড়ুন: ঢাকার সঙ্গে পদ্মা সেতুর সংযোগ, পাথরবিহীন রেললাইনের কাজ শেষপর্যায়ে
জাতীয় পার্টির আরেক এমপি রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি জানান, গত ৩১ মে পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরু পরিকল্পনা সরকারের রয়েছে।
Tag: English News politics
No comments: