সৌদিতে সাড়ে ছয় হাজার হাজি হিট স্ট্রোকের কবলে
পবিত্র নগরী মক্কায় আজ বৃহস্পতিবার সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে হাজিদের শরীরে পানি ছিটিয়ে দিতে দেখা যাচ্ছে। ছবি : এএফপি
সৌদি আরবের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ বছর হজ পালনের সময় প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি হাজি যার কারণে হাজিরা দেশটির মেডিকেল টিমগুলোর শরণাপন্ন হয়েছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল-আবদুলআলির উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়া হাজিদের স্বাস্থ্যসেবা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আল্লাহর মেহমানদের সবধরনের সহায়তা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থাই সেখানে ছিল। খবর গালফ নিউজের।
সৌদিআরব ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আকবারিয়াতে বলা হয়, পবিত্র মক্কা নগরীর পার্শ্ববর্তী মিনা উপত্যকায় আজ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হাজিদের সরাসরি সূর্যের আলোতে না থাকতে উপদেশ দিয়েছে। পাশাপাশি সুবধাজনক সময়ে হজের আনুষ্ঠানিকতায় কঙ্কর নিক্ষেপের কাজটি করার অনুরোধ জানিয়েছে। এছাড়া রোদ থেকে রক্ষায় সবসময় ছাতা ব্যবহার করতে, বেশি করে পানি ও তরল খাবার গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হজের সময় পবিত্র নগরী মক্কা ও মদিনায় গত ৩৯ দিনে এক লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে চিকিৎসা সুবিধা নিয়েছেন। এ বছর হজ কেন্দ্রিক পবিত্র স্থানগুলোতে ১৭২টি স্বাস্থ্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছিল সৌদি আরব। সেখানে ৩২টি হাসপাতাল ও আরও ১৪০টি স্বাস্থ্যকেন্দ্র সেবা দিয়েছে। ভার্চুয়াল ক্লিনিকগুলোকে হিসাবে ধরলে এই কাজে ৩২ হাজারেরও বেশি চিকিৎসক ও পেশাজীবী সেবা দান করে যাচ্ছেন সেখানে।
No comments: