Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » টানা তৃতীয় দিনে রেকর্ড তাপমাত্রা বেইজিংয়ে




তীব্র দাবদাহে পুড়ছে চীন। শনিবার (২৪ জুন) টানা তৃতীয় দিনের মতো দেশটির রাজধানী বেইজিংয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন বেইজিংয়ের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। খবর রয়টার্সের। তীব্র গরমে ঘামছেন এক নারী। ছবি: রয়টার্স শনিবার দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ৫১ মিনিটে বেইজিংয়ের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে বেইজিংয়ের আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার (২৩ জুন) বেইজিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং বৃহস্পতিবার (২২ জুন) শহরটির তাপমাত্রা ছিলো ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫১ সালের পর এই প্রথম বেইজিংয়ে টানা তিন দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। বেইজিং ছাড়াও নিকটবর্তী হেবেই ,হেনান, শানডং, ইনার মঙ্গোলিয়া ও তিয়ানজিনের কিছু অংশের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা নির্দেশ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আরও পড়ুন: চীনে রেকর্ড ভাঙা তাপমাত্রা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুসারে, গতকাল দুপুর ১টা ১৩ মিনিট পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার বর্গকিমি এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) ক্যাপিটাল ইকোনমিকস জানিয়েছে, অতিরিক্ত এই তাপমাত্রার কারণে চীনের খাদ্য সরবরাহে ঝুঁকি সৃষ্টি করবে এবং এর দামের ‍ওপর প্রভাব ফেলবে, যা গতবছরের তাপমাত্রার প্রভাব থেকে ধারণা পাওয়া গেছে। এ ছাড়া অতিরিক্ত তাপমাত্রার কারণে সৃষ্ট খরা ফসলের ফলনকে ক্ষতিগ্রস্ত করবে। এ ছাড়া এই উচ্চতাপমাত্রার গবাদিপশুর জন্যও ক্ষতিকর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply