বিরতির পর আফগান অধিনায়ককে ফেরালেন শরিফুল
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। যেখানে ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের করা প্রথম ইনিংসে ৩৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে আফগানরা। যার সবশেষ আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদিকে লাঞ্চ বিরতির পর ফিরিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে আফগানিস্তান। মিডল অর্ডারে নাসির জামাল ২২ ও উইকেটকিপার ব্যাটার আফসার জাজাই ৩ রানে ব্যাট করছেন।
daraz
আফগানদের দলীয় ১৮ রানে প্রথম আঘাত করেন শরীফুল ইসলাম। দলটির ওপেনার ইব্রাহিম জাদরানকে ব্যক্তিগত ৬ রানে উইকেরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন এই পেসার। এরপর আরেক ওপেনার আব্দুল মালিককে ১৭ রানে মাঠ ছাড়া করান এবাদত।
এই পেসার পরে রহমত শাহকেও (৯) তাসকিন আহমেদেরে ক্যাচে আউট করেন। তার বিদায়ের পর পরই লাঞ্চ বিরতিতে যায় দুই দল। ফলে প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩৫ রান।
মধ্যাহ্ন বিরতির পর দ্রুতই আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদিকে ফেরান শরীফুল। ব্যক্তিগত ৯ রানে মেহেদী হাসান মিরাজের ক্যাচে তাকে মাঠ ছাড়া করেন এই পেসার।
Tag: English News games lid news world
No comments: