বাইডেনকে দেয়া ৬ কংগ্রেসম্যানের চিঠিতে কী আছে?
বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ৬ মার্কিন কংগ্রেসম্যান। গত ২৫ মে বাইডেনকে এ চিঠি পাঠানো হয়।
মার্কিন সিনেট ভবন। ছবি: সংগৃহীত
চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুরা হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হন। এছাড়াও অনেকে দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন।
তবে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ৬ মার্কিন কংগ্রেসম্যানের দেয়া চিঠির প্রতিবাদ জানিয়েছে ‘সেক্যুলার সিটিজেনস বাংলাদেশ’।
সোমবার (১২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেয়া চিঠিতে ৬ কংগ্রেসম্যান বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুদের সংখ্যা কমে যাওয়া ও নির্যাতনের যে তথ্য দিয়েছে তা ত্রুটিপূর্ণ ও একপেশে।
চিঠিতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো অসংখ্য হামলা ও নির্যাতন-নিপীড়নের চিত্র উঠে আসায় এবার ৬ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি ও বিবৃতিকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ইউনেস্কোতে পুনরায় যোগ দিতে চায় যুক্তরাষ্ট্র: অড্রে আজুলে
এর আগে ৬ জুন চিঠির প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ৬ কংগ্রেসম্যানের এই চিঠি অসঙ্গতিপূর্ণ, এতে তথ্যের ঘাটতি রয়েছে।
জাতীয় নির্বাচনের আগে এ ধরনের চিঠির মধ্য দিয়ে দেশবিরোধী প্রপাগান্ডা বাড়ার শঙ্কাও করে
Tag: English News lid news national
No comments: