Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » ভারতকে বিপদে ফেলে স্বস্তিতে অস্ট্রেলিয়া




দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে অসিরা। ছবি : অস্ট্রেলিয়ান মেনস ক্রিকেট টিমের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে নেওয়া শেষ হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন। ওভালে দ্বিতীয় দিনের প্রথমভাগ ভারতের হলেও শেষটা নিজেদের মতো রাঙিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অসিদের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ভারত। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৫১। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ১১৮ রান। অসিদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে প্রকাশ পেয়েছে ভারতের টপ অর্ডারের অসহায়ত্ব। ব্যাট হাতে ভারতের ইনিংসে শুরুটা দ্রুত গতির হলেও দলীয় ৩০ রানে অসি অধিনায়ক প্যাট কামিন্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন রোহিত শর্মা (১৫)। আরেক ওপেনার শুভমান গিল (১৩) বোল্ড হন স্কট বোল্যান্ডের বলে। ৩০ রানে দুই ওপেনারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। চেতেশ্বর পূজারা কিংবা বিরাট কোহলি কেউই থিতু হতে পারেননি ক্রিজে। দুজনই ১৪ রান করে সাজঘরের পথ ধরেন। অসি পেস আক্রমণের সামনে বারবার বোকা বনে যাচ্ছিলেন ভারতীয় ব্যাটাররা। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা। ঝড়ো গতিতে ৫১ বলে ৪৮ রান করে নাথান লায়নের স্পিনে কাবু হন তিনি। ক্যাচ তুলে দেন স্টিভেন স্মিথের হাতে। ভারতের শেষ ভরসা হয়ে ক্রিজে অপরাজিত আছেন অজিঙ্কা রাহানে (২৯) ও শ্রীকর ভারত (৫)। এর আগে দ্বিতীয় দিনের শুরুতে তিন উইকেটে ৩২৭ রান নিয়ে ইনিংস শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৪৬৯ রানে। দ্বিতীয় দিনে নিজেদের ফিরে পায় ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার নিয়ে খেলতে নামার সিদ্ধান্ত ভুল নয়, তা প্রমাণ দেয় তারা। মাত্র দেড় সেশনেই অসিদের অলআউট করে ভারত। যেখানে ১০ উইকেটের ৯টিই নিয়েছেন পেসাররা। বড় সংগ্রহের আশা জাগিয়েও প্রথম ইনিংসে ১২১.৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১২১.৩ ওভারে ৪৬৯/১০ (হেড ১৬২, স্মিথ ১২১, গ্রিন ৬, ক্যারি ৪৮, স্টার্ক ৫, কামিন্স ৯, লায়ন ৯, বোল্যান্ড ১; শামি ২৯-৪-১২২-২, সিরাজ ২৮.৩-৪-১০৮-৪, যাদব ২৩-৫-৭৭-০, শার্দুল ২৩-৪-৮৩-২, জাদেজা ১৮-২-৫৬-১) ভারত ৩৮ ওভারে ১৫১/৫ (রোহিত ১৫, গিল ১৩, পূজারা ১৪, কোহলি ১৪, জাদেজা ৪৮, রাহানে ২৯*, ভারত ৫*; স্টার্ক ৯-৯-৫২-১, কামিন্স ৯-২-৩৬-১, বোল্যান্ড ১১-৪-২৯-১, গ্রিন ৭-১-২২-১, লায়ন ২-০-৪-১)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply