এবার ইউক্রেনের নতুন শহরে হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ৬
মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেক মানুষ। তাদের উদ্ধার করতে কাজ করছে বলে জানিয়েছেন শহরটির সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল।
Advertisement
মঙ্গলবার হামলার ঘটনা তিনি টেলিগ্রাম পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
ভিলকুল বলেন, ক্রিভি রিহ শহরে রুশ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আরও কয়েক ডজন লোক আহত হয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছেন।
তিনি বলেন, তাদের সঠিক অবস্থান অস্পষ্ট রয়েছে; একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেখানে আগুন লেগেছে এবং হামলায় ক্ষতিগ্রস্ত একটি গুদামে উদ্ধার অভিযান চলছে।
ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক বলেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে হামলায় তিনজন নিহত হন এবং পরে হাসপাতলে আরও তিনজন নিহত হয়েছেন। ধ্বংস হওয়া গুদামের ধ্বংসস্তূপের নিচে সম্ভবত আরও লোক রয়েছে এবং উদ্ধারকারীরা তাদের খুঁজছেন।
তিনি বলেন, এয়ার ডিফেন্স শহরের ওপর দিয়ে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিভি রিহ শহরে হামলার নিন্দা করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Tag: English News lid news others world
No comments: