Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গুগলে ইন্টার মায়ামিকে খোঁজায় শীর্ষে বাংলাদেশিরা




আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল–সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের কথা কারোই অজানা নয়। লাতিন আমেরিকার দেশটির হয়ে লিওনেল মেসি খেলেন বলেই আর্জেন্টিনাকে নিয়ে এ দেশের মানুষের যত উৎসাহ–উদ্দীপনা। এর আগেও বাংলাদেশের মানুষ ম্যারাডোনা–প্রীতি থেকে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু কাতার বিশ্বকাপে অতীতের সেই উত্তাপকেও ছাড়িয়ে গেছেন বাংলার আর্জেন্টাইন অসংখ্য ভক্ত সমর্থকরা। আর এর কারণ ওই একটাই, মেসি। daraz ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে মেসি গত বুধবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন। এরপরই ইন্টার মায়ামির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের মায়ামিতে যোগদানের পর থেকেই গুগলে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবটিকে খোঁজা শুরু করেছেন সারা বিশ্বের মেসি–সমর্থকেরা। যার মধ্যে গত ৭ দিনে গুগলে সবচেয়ে বেশি মায়ামিকে খোঁজা হয়েছে বাংলাদেশ থেকেই। গুগলে এই খোঁজার দিক থেকে মেসির নিজের দেশ আর্জেন্টিনার চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। কেউ কেউ বলতে পারেন, বাংলাদেশের জনসংখ্যা আর্জেন্টিনার চেয়ে বেশি ১৪ কোটি। সেই বিবেচনায় এটাই তো হওয়ার কথা। মূলত গুগল ট্রেন্ডে কোনো ওয়েব সার্চের সর্বোচ্চ জনপ্রিয়তার মানদণ্ড হচ্ছে ১০০। বাংলাদেশ এখানে পেয়েছে পূর্ণ শতভাগ। এই তালিকায় দুইয়ে থাকা আর্জেন্টিনা পেয়েছে ৮৪। গুগল ট্রেন্ডের এই তালিকায় পরের নামটা নেপালের, তারা পেয়েছে ৮২। এরপর সেরা দশে আছে যথাক্রমে হাইতি, আইভরি কোস্ট, ইরাক, ইয়েমেন, কঙ্গো, হন্ডুরাস, নিকারাগুয়া। এছাড়া মেসিকে নিজেদের লিগে নিতে চাওয়া সৌদি আরব আছে এই তালিকার ১৪ নম্বর স্থানে। যুক্তরাষ্ট্র আছে ৫১ নম্বরে। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ নিজেদের দেশের ক্লাব সম্পর্কে যুক্তরাষ্ট্রের মানুষের ভালোই জানাশোনা থাকার কথা। তা ইন্টার মায়ামি ক্লাব হিসেবে যতই নতুন হোক না কেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply