বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র অটল : হোয়াইট হাউস
জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক ও মুখপাত্র জন কিরবি। এএফপির ফাইল ছবি
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক ও মুখপাত্র জন কিরবি বলেন, ‘বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা অটল রয়েছি।’
সোমবার (৫ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ছয় কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কিরবি এ কথা বলেন।
জন কিরবি বলেন, ‘দেখুন, আমরা অটল ছিলাম। আমি এই যোগাযোগের বিষয়ে সচেতন।’
মার্কিন এই কর্মকর্তা বলেন, “স্টেট ডিপার্টমেন্ট সম্প্রতি একটি ‘থ্রি সি’ ভিসা নীতি ঘোষণা করেছে, যা বাংলাদেশের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা ব্যক্তিদের ভিসা সীমাবদ্ধ করবে।”
বাইডেনকে ছয় কংগ্রেসম্যানের দেওয়া চিঠির বিষয়ে গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘চিঠিতে অনেক অসামঞ্জস্য, তথ্যের অভাব ও অসঙ্গতি রয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গঠনমূলকভাবে, আমরা এই সদস্যদের কাছে পৌঁছাব। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আগামী দিনে এ জাতীয় কর্মকাণ্ড আরও বাড়তে পারে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরিয়ার আলম বলেন, তারা অতীতেও এমন চিঠি দেখেছেন।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ভুল তথ্য আগেও ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গত সাত দিন ধরে আমি ব্যাখ্যা করার যথাসাধ্য চেষ্টা করেছি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আজ কোথায় দাঁড়িয়ে আছে
Tag: English News lid news others world
No comments: