রুশ বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন
রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ এন্টিপার্সনেল ল্যান্ডমাইন ব্যবহার করেছে ইউক্রেন।
Advertisement
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, রাশিয়ান সেনাদের আটকাতে বাছবিচারহীনভাবে বিপজ্জনক এসব মাইন পুঁতেছিল ইউক্রেনীয় বাহিনী। এসব অস্ত্র ব্যবহারের নতুন প্রমাণও পাওয়া গেছে।
আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এসব অস্ত্র ব্যবহার না করতে ইউক্রেনের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সংস্থাটি বলেছে, ইউক্রেন সরকার গত মাসে কথা দিয়েছিল, যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না তারা। সেই কথা রাখার অনুরোধ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
এছাড়া যেসব সেনা এগুলো ব্যবহার করেছেন তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ‘নিষিদ্ধ মাইন ব্যবহারের তদন্ত করার যে প্রতিশ্রুতি ইউক্রেনের সরকার দিয়েছে, বেসামরিক মানুষের নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’
সংস্থাটি আরও বলেছে, গত মে মাসে চিঠিতে নিষিদ্ধ মাইন ব্যবহারের বিষয়টি ইউক্রেনের সরকারকে অবহিত করা হয়। তবে ওই চিঠির জবাব দেয়নি কিয়েভ।
Tag: English News lid news others world
No comments: