আগস্টে ব্রিকসের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
আগামী আগস্টে আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ৷ জেনেভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিকসের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা'র বৈঠক করেন। পরে সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন৷
বুধবার (১৪ জুন) স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা বৈঠক করেছেন মাল্টার প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার ডিরেক্টর জেনারেল৷
আন্তর্জাতিক শ্রম সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি বুধবার জেনেভা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের সফরের অধিকাংশ সময় কেটেছে উচ্চপর্যায়ের একগুচ্ছ সাইড লাইন বৈঠকে৷
জেনেভায় স্থানীয় সময় বিকেলে প্যালেইস ডি. নেশনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা। সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক এ বৈঠকে শেখ হাসিনা মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানির অনুরোধ করেন। এ বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়েও কথা বলেন তারা৷
পরে, একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো। এ সময় বাংলাদেশে শ্রম ও কর্মসংস্থানের বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে৷
আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে বাংলাদেশ
সবশেষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়া মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন সচিবদের নিয়ে বৈঠক করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা'র সঙ্গে৷ এসব বৈঠকের বিষয়ে জেনেভায় সফরে থাকা সাংবাদিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী৷
তিনি বলেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক অর্থনৈতিক জোট-ব্রিকসের আগস্টে অনুষ্ঠিতব্য সম্মেলনে বাংলাদেশ সদস্য হবার সম্ভাবনা রয়েছে৷ ব্রিকসের ৫ম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের শীর্ষপর্যায়ের বৈঠকে পর, দ্রুত বর্ধনশীল দেশগুলোর আর্থিক জোটটিতে সংযুক্ত হবার বার্তা পাওয়া গেল৷
ব্রিকসে ইস্যুতে জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা মানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা যে ব্রিকস ব্যাংকটা করেছে, সম্প্রতি আমাদের তাতে গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। সেই ব্যাংকে আমাদের সদস্য করেছে। আগামীতে তারা ব্রিকসে আমাদের সদস্য হবার সম্ভাবনা রয়েছে, আগস্ট মাসে তাদের সম্মেলন হবে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন। ব্রিকসে এখন ৫টি সদস্য দেশ রয়েছে। আগামীতে তারা আরও ৮টি দেশকে সদস্য করবে। তার মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়াকে তারা দাওয়াত দিয়েছে।
আরও পড়ুন: ১০০ পরিবেশবান্ধব পোশাক কারখানার অর্ধেকেরও বেশি বাংলাদেশে: প্রধানমন্ত্রী
ব্রিকসের যোগদানের সুবিধার কথা তুলে ধরে ড. মোমেন বলেন, 'এটা আমাদের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। আমাদের তো টাকা পয়সা দরকার; সেদিক থেকে এটা ভালোই হবে'।
প্রসঙ্গত: চলতি বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এর আগে শুক্রবার (২ জুন) কেপটাউনে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের পররাষ্টমন্ত্রী পর্যায়ের সম্মেলন। ওই সম্মেলনে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ, সৌদি আরব, ইরান ও মিসরসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও। দক্ষিণ আফ্রিকায় জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে নতুন সদস্য রাষ্ট্র যুক্ত করার চিন্তাও করছে জোটটি বলে আলোচনা হয়েছে।
Tag: English News lid news national
No comments: