চ্যাম্পিয়ন্স লিগ জিতবে কারা, বলে দিলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে। ছবি : এমবাপ্পের অফিসিয়াল ফেসবুক পেজ
বিশ্বকাপ ফাইনালে তিন গোল করেও দেশকে শ্রেষ্ঠত্ব এনে দিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তারকায় ঠাসা পিএসজির মধ্যমণি হয়ে ব্যর্থ হন ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে। দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে যায় পিএসজি। তবে, লেন্সের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে লিগ ওয়ান জিতেছে তারা। এমবাপ্পে নিজেও হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা।
মৌসুম শেষে ফুরফুরে মেজাজে আছেন এমবাপ্পে। লিগ ওয়ান থেকে সোজা চলে গেছেন ফর্মুলা ওয়ানে। বার্সেলোনায় চলছে স্প্যানিশ গ্রাঁ প্রিঁ প্রতিযোগিতা। সেখানে খেলা দেখতে গিয়ে এমবাপ্পে জানান, এবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঠবে ম্যানচেস্টার সিটির হাতে। ক্রীড়াবিষয়ক ভারতীয় ওয়েবসাইট স্পোর্টসকিডা জানিয়েছে এমনটিই।
১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পায়নি সিটি। যেখানে মর্যাদার এই আসরে ইন্টার মিলান শিরোপা জিতেছে তিনবার। তবে এবার সিটিকেই ফেভারিট মানছেন এমবাপ্পে। স্পোর্টসকিডার ওই প্রতিবেদন অনুযায়ী এমবাপ্পে বলেন, ‘এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আমি ম্যাচটি দেখতে যাব। আমার মনে হয় ম্যানসিটি শিরোপা জিততে চলেছে।’
প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনও মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। এটিই তাদের প্রথম দেখা। ইন্টার মিলান তাদের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ২০১০ সালে। অন্যদিকে সিটির সামনে সুযোগ ট্রেবল জয়ের। তারা ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছে আগেই।
No comments: