Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বান্ধবীকে রেখে নতুন প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নেইমার




নেইমার ও তার সন্তানসম্ভবা বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি। ছবি : নেইমার ও বিয়ানকার্ডির ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে নেওয়া সন্তানসম্ভবা বান্ধবীকে রেখে নতুন প্রেমে মজেছেন নেইমার—এমনই খবর ছড়িয়েছেন ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস। এমনকি নেইমারের সন্তানের মা হতে যাওয়া বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে নাকি ব্রাজিল তারকার নতুন প্রেম ইস্যুতে চুক্তি করা আছে বলেও দাবি করেন বাস্তোস। সম্প্রতি এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন বান্ধবী ব্রুনা। ঘটনা এতদূর গড়ানোর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন নেইমার। নিজের অবস্থান ব্যাখ্যা করে বান্ধবী ব্রুনার কাছে খোলা চিঠিতে ক্ষমা চাইলেন পিএসজি তারকা। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার যে বক্তব্য দেন তাতে ধরে নেওয়া যায় প্রেমের গুঞ্জনটি হয়তো সত্য। সন্তানসম্ভবা বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে নেইমার লিখেছেন, ‘ব্রুনা, আমি ভুল করেছি। আমি তোমার সাথে ভুল করেছি। বলতে ভয় নেই, আমি প্রতিদিনই ভুল করি—সেটা মাঠ কিংবা মাঠের বাইরে। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এ সবকিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। আর সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও।’ বান্ধবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে ব্রাজিল তারকা আরও লিখেছেন, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বান্ধবী ও সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার মানে ছিল না। তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কষ্ট পাচ্ছো। এটাও জানি যে, তুমি আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply