Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শাহরুখের বিদ্যুৎ বিল ৬০ লাখ, দীপিকা সালমানের কত?




শাহরুখের বিদ্যুৎ বিল ৬০ লাখ, দীপিকা সালমানের কত? ব বলিউড তারকাদের নিত্যপ্রয়োজনীয় বস্তু থেকে শুরু করে বাহ্যিক বিষয়গুলোতেও নজর থাকে ভক্তদের। শুধু তাই নয়, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করে থাকেন তারা। সেলিব্রেটিরা বিলাসী জীবন যাপন করেন। প্রচণ্ডে গরমে তাদের বিদ্যুৎ বিল কত আসে সেটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন ভক্তরা।

এদিকে গ্রীষ্মকাল মানেই হাঁসফাঁস করা গরম। আর এই গরম থেকে রেহাই পেতে সিলিংফ্যান বা শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রটাই ভরসা। তাই গ্রীষ্মকালের এই কয় মাস বিদ্যুৎ বিল মেটাতে সাধারণ মধ্যবিত্তের পকেট প্রায় ফাঁকা। এমনকি বিনোদন দুনিয়ার তারকারাও এ তালিকায় আছেন। ভারতে এমনও হয়েছে, টুইট করে বেশি বিদ্যুৎ বিলের জন্য বৈদ্যুতিক সংস্থার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তারকারা। তবে বেশ কিছু বলিউড তারকা আছেন, যারা সারা বছরই লাখ লাখ রুপি ইলেকট্রিক বিল মেটান। তাদের বিদ্যুতের বিলের বহর দেখে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। মুম্বাইয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’। এই বাংলোতেই সপরিবার থাকেন বিগ বি। সাধারণত রোববার জলসার বাইরে এসে তিনি তার ভক্তদের সঙ্গে দেখা করেন। প্রতি মাসে ‘জলসা’র জন্য এক বড়সড় বিল মেটাতে হয় বিগ বিকে। প্রতি মাসে ২২ লাখ রুপি বিদ্যুতের বিল আসে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। মুম্বাইয়ের বান্দ্রার আরব সাগরের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নত’। কিং খানের এই বাংলোর সামনে রোজ হাজার হাজার মানুষ ভিড় করেন। রাত হলেই আলোয় ঝলমলিয়ে ওঠে ‘মান্নত’। এবার জানা যাক মাস ফুরালে কত রুপি বিদ্যুতের বিল দিতে হয় বলিউডের বাদশাহকে। প্রতি মাসে প্রায় ৪৩ লাখ বিদ্যুতের বিল আসে, বাংলাদেশি মুদ্রায় তার মাসিক বিদ্যুৎ বিল ৬০ লাখ টাকা। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাবা-মায়ের সঙ্গে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। ফ্ল্যাটে থাকলেও তাকে মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুতের বিল দিতে হয়। জানা গেছে, ভাইজানের বাসার প্রতি মাসের বিদ্যুতের বিল প্রায় ২২ লাখ রুপি। এ তালিকায় বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের নামও আছে। বলিউডের ‘মাস্তানি গার্ল’ মাসে ১৩ লাখ রুপি বিদ্যুতের বিল দেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply