Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির ২৪ নির্দেশনা




মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদ্‌যাপন করতে অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। ঈদের আগে এ চাপ আরও বাড়বে। এ ঈদযাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪টি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছে। রোববার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে। ২৪টি নির্দেশনা হলো: ১। হাটে ট্রাক থেকে গরু নামানোর এবং বিক্রির সময়ে সংশ্লিষ্ট সড়ক মহাসড়কের ট্রাফিক ম্যানেজমেন্ট যেন ব্যাহত না হয়। ২। নৌপথে ট্রলারের মাধ্যমে রাজধানীতে আসা কোরবানির পশু যেন সুশৃঙ্খলভাবে নির্ধারিত হাটে যেতে পারে সে বিষয়ে যথাযথ নজরদারি রাখা। ৩। গরুর হাটকেন্দ্রিক স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা নিশ্চিত করা। ৪। যত্রতত্র যেন কোরবানির পশুর হাট না বসে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সঠিক থাকে তা নিশ্চিত করা। ৫।পশুবাহী গাড়ি অবশ্যই সিটি করেপারেশন অনুমোদিত হাটের ভিতর লোড-আনলোড করতে হবে। ৬।গরুর হাট কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক, শ্রমিকনেতাদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। ৭। টার্মিনাল ও পশুরহাট কেন্দ্রিক সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা। ৮। টার্মিনাল কেন্দ্রিক যাত্রী ওঠানামা টার্মিনালের ভেতরেই করা হবে। ৯।যাত্রী পরিবহন ও পশুবহনকারী গাড়ির চলাচল সুশৃঙ্খল করার জন্য ঢাকা মহানগরীর এন্ট্রি /এক্সিট পয়েন্ট এ ইনকামিং / আউটগোয়িং রোডে এ সমন্বয়ের মাধ্যমে পরিবহন চালনা করা। ১০। ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত থাকতে হবে। ১১। আন্তঃজেলা পরিবহনের যাত্রীরা বা গমন প্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভিতরে অবস্থান করার জন্য আহ্বান করা হলো। ১২। সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন। ১৩। কোন যানবাহনেই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না। ১৪। যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও জীবনহানীর আশঙ্কা থাকে। ১৫। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। ১৬। ঈদের আগের ৩ দিন কোনো ভারী যানবাহন যেন ঢাকা মহানগরীতে না ঢুকে সে বিষয়ে দৃষ্টি আরোপ করা। ১৭। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং বিমানবন্দর কেন্দ্রিক রুটগুলো চলাচল উপযোগী রাখতে সচেষ্ট থাকা। ১৮। জনগণ যেন যাত্রা পথে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাদ্য বা পানীয় গ্রহণ না করে সে বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা। ১৯। যাত্রাপথে জনগণের ব্যক্তিগত মালামালে এবং অর্থ যেন সাবধানে রাখে সে বিষয়ে তাদের সচেতন করা। ২০। মোটরসাইকেলের চালক ও আরোহীদের ঢাকার বাইরে দূরপাল্লার যাতায়াতের সময় অবশ্যই হেলমেট পরতে হবে। ২১ । ঈদের আগে-পরে ফাঁকা রাস্তায় ওভারস্পিড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। ২২। ঈদ ঘিরে বিনোদন কেন্দ্রিক রুটগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখতে সচেষ্ট থাকা। ২৩। আনফিট/রুট পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান আছে, থাকবে। ২৪ । প্রধান প্রধান ঈদ জামাত কেন্দ্রিক ট্রাফিক ম্যানেজমেন্ট সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরি সেবা: ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply