দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই দক্ষিণ কোরিয়ার বন্দরে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো সাবমেরিনটি বুসানে পৌঁছেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলে দু’দেশের নেতাদের সই করা ঘোষণা অনুযায়ী সামরিক সহযোগিতার অংশ হিসাবে এই সাবমেরিনটি এসেছে। KSRM
এদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র এবং কৌশলগত পরমাণু অস্ত্রসহ সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।
পাল্টা জবাবে ওয়াশিংটন জানায়, তার মিত্রদের বিরুদ্ধে পিয়ংইয়ং যদি কখনো পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হবে।
জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) বলছে, ১৮ হাজার টন ওজনের সাবমেরিনটি প্রায় ১৭০ মিটার দীর্ঘ। ২৫০০ কিলোমিটার রেঞ্জসহ ১৫০টি টমাহক মিসাইল দিয়ে সজ্জিত এটি।
Tag: English News lid news others world
No comments: