Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পুলিশের গুলিতে কিশোর নিহত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক শতাধিক




পুলিশের গুলিতে কিশোর নিহত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক শতাধিক

প্যারিসে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এ ঘটনায় ১৫০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমেনিন। খবর বিবিসির। বৃহস্পতিবার (২৯ জুন) এক টুইটার বার্তায় জেরাল্ড ডারমেনিন বলেন, আধা ঘণ্টায় ১৫০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, টাউন হল, বিভিন্ন স্কুল ও পুলিশ স্টেশন এবং যেসব স্থানকে আমরা গণতন্ত্রের প্রতীক হিসেবে বিবেচনা করি, সেসব স্থানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন। তারা রাতভর সারা দেশে অসহনীয় সহিংসতা চালিয়েছে। এদিকে বিক্ষোভের বিষয়ে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বিক্ষোভকার‌ীরা ফ্রান্সের ন্যান্টারেতে বিভিন্ন আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দিয়েছে। বিভিন্নস্থানে আতশবাজি ফুটিয়েছে। এ ছাড়াও প্যারিসের হাউটস-দি-সেইন অঞ্চলে এবং দিজনের পূর্ব শহরেও বিক্ষোভ করেছে। প্যারিসের এসোনে অঞ্চলের একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীরা নেমে পড়ার পর বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আরও পড়ুন: পুলিশের হাতে কিশোর নিহত হওয়ার ঘটনা ক্ষমার অযোগ্য: ম্যাক্রোঁ অন্যদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ভয়ানক এ হত্যার ঘটনা পুরো ফ্রান্সকে নাড়িয়ে দিয়েছে। এটা ক্ষমার অযোগ্য। মঙ্গলবার (২৭ জুন) সকালে প্যারিসের পশ্চিমে ন্যান্টা এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় ১৭ বছর বয়সী কিশোর নায়েল এমকে গুলি করে হত্যা করে পুলিশ। খবরে বলা হয়েছে, সড়কে পুলিশের নির্দেশ অমান্য করায় ওই কিশোরকে গুলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, দুই পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামিয়ে চালকের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে গাড়িটি তাদের নির্দেশ অমান্য করে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করছে। আরও পড়ুন: ফ্রান্সে পুলিশের গুলিতে গেল কিশোরের প্রাণ এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক গুলি ছুড়লে চালক নায়েল গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে এলেও তাকে বাঁচানো যায়নি। রয়টার্সের প্রতিবেদন বলা হয়, গাড়িটিতে দুই জন ব্যক্তি ছিলেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, অন্যজনকে পুলিশ গ্রেফতার করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply