Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইরান দখল করে নেবে তালেবান!




ইরান দখল করে নেবে তালেবান! শিগগিরই ইরান দখল করে নেয়ার হুমকি দিয়েছেন তালেবানের এক শীর্ষ নেতা। গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুলহামিদ খোরাসানি ওরফে নাসের বদরি রোববার (২৮ মে) এই হুমকি দেন। ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এবং ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের আলাদা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আব্দুলহামিদ খোরাসানি ওরফে নাসের বদরি। ছবি: সংগৃহীত

রোববার ইরান-আফগানিস্তান সীমান্তে বিতর্কিত জলসীমা নিয়ে তালেবান এবং ইরানি বাহিনীর মধ্যকার সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার পর তালেবানের তরফ থেকে এ হুমকি দেয়া হয়। তালেবানের প্রকাশ করা এক ভিডিও থেকে দেখা যায়, আব্দুলহামিদ খোরাসানি ওরফে নাসের বদরি বলছেন, তালেবানরা যে জোশের সঙ্গে মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করেছে তারচেয়েও বেশি জোশ নিয়ে লড়াই করবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে। তিনি আরও বলেছেন, ‘তালেবান নেতৃত্ব সবুজ বার্তা দিলেই তালেবান যোদ্ধারা শিগগিরই ইরান দখল করে নেবে।’ আরও পড়ুন: ইরান-আফগান সীমান্তে সংঘর্ষ, নিহত ৩ তালেবানের প্রকাশ করা অপর একটি ভিডিওতে দেখা যায় তাতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ব্যাঙ্গ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের একটি বড় পাত্রে পানি ভরছেন এক তালেবান এবং ব্যাঙ্গ করে বলছেন, ‘জনাব রাইসি, এই যে, পানির পাত্র। এটি নিয়ে যান, তাও আমাদের আক্রমণ করবেন না। আমরা খুব ভয় পেয়েছি!’ এর আগে, রোববার ইরান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ইরানি সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে দুজন ইরানি সীমান্তরক্ষী ও একজন তালেবান সদস্য নিহত হন। কী কারণে উভয় দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর মাঝে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে ইরান ও আফগানিস্তানের মধ্যে পানির অধিকার নিয়ে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই সীমান্তে এ সংঘর্ষ হয়েছে। ইরান অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান শাসকরা হেলমান্দ নদীর পানির প্রবাহ সীমিত করে ১৯৭৩ সালের পানিচুক্তি লঙ্ঘন করছে। শুষ্ক মৌসুমে হেলমান্দ নদীর পানি ব্যবহার করে ইরানের উত্তরাঞ্চলে চাষাবাদ করা হলেও তালেবানের পদক্ষেপের কারণে তা কঠিন হয়ে পড়েছে। যদিও ইরানের আনা অভিযোগ অস্বীকার করেছে তালেবান। আরও পড়ুন: সীমান্তে তালেবান-ইরান সংঘর্ষে নিহত ১ তালেবান পরিচালিত আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক বিবৃতিতে বলেছেন, ‘আজ নিমরোজ প্রদেশে ইরানের সীমান্তরক্ষী বাহিনী আফগানিস্তানের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। পরে আফগান বাহিনী পাল্টা জবাব দেয়। গোলাগুলিতে উভয় পক্ষের একজন করে নিহত ও অনেকে আহত হয়েছেন।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply