ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। ছবি: সংগৃহীত
ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, সোমবার (১২ জুন) মিলানের সান রাফায়েল হাসপাতালে তিনি মারা যান।
বারলুসকোনি কিছুদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। গত এপ্রিল মাসে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল।
বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো। তিনি বলেন, বারলুসকোনির মৃত্যু একটি ‘বিশাল শূন্যতা’ তৈরি করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে তিন খাতে জনবল নেবে ইতালি
টুইটবার্তায় তিনি আরও বলেন, ‘একটি যুগের অবসান ঘটল... বিদায় সিলভিও।’ বারলুসকোনিকে অনেক বেশি ভালোবাসতেন বলেও টুইটারে উল্লেখ করেছেন ক্রোসেটো।
সিলভিও বারলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।
তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন।
আরও পড়ুন: অভিবাসী গ্রহণের কোটা বাড়াচ্ছে ইতালি
বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।
বারলুসকোনির জন্ম ১৯৩৬ সালে মিলানে। ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। তিনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রী হন।
Tag: English News lid news others world
No comments: