দুর্ঘটনার ৫ দিন পর ফের যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস
ভারতের ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার পাঁচদিন পর আবারও চলতে শুরু করেছে করমণ্ডল এক্সপ্রেস। স্থানীয় সময় বুধবার (৭ জুন) বিকেল সোয়া তিনটায় হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
দুর্ঘটনার পাঁচদিন পর আবারও যাত্রা শুরু করেছে করমণ্ডল এক্সপ্রেস। ছবি: সংগৃহীত
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার একশ ঘণ্টারও বেশি সময় পর ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস। বুধবার কলকাতার শালিমার স্টেশন থেকে ফের যাত্রা শুরু করে যাত্রীতে পরিপূর্ণ করমণ্ডল এক্সপ্রেস।
নির্ধারিত সময় দুপুর ৩টা ২০ মিনিট থেকে ৬ মিনিট দেরিতে এদিন শালিমার স্টেশন থেকে রওনা দেয় চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর প্রায় ছয় ঘণ্টা পর রাত ৯টা ৩৩ মিনিটে অতিক্রম করে অভিশপ্ত ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশন। স্টেশন অতিক্রম করার সময় অনেক যাত্রীকে কৌতূহলী দৃষ্টিতে জানালা দিয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি দেখতে দেখা যায়।
এদিকে নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা-এই বিষয়টির সমাধান করতে বুধবার তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই স্বপ্রণোদিত হয়েই রেল দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দফায় দফায় সিবিআই দফতরে ডেকে পাঠানো হয় বেশ কয়েকজন রেল কর্মকর্তাকে। তবে বুধবার একেবারে ঘটনাস্থলে গিয়ে রেলের সিগনালিং ও রিলে রুমে গিয়ে সংশ্লিষ্টদের জেরা করেন গোয়েন্দারা।
আরও পড়ুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনা /এখনো শনাক্ত করা যায়নি ১০১ মরদেহের পরিচয়
এদিকে, শনাক্ত না হওয়ায় এখনো অনেক মরদেহ ওড়িশার বিভিন্ন হাসপাতালে পড়ে রয়েছে। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি দেহের ডিএনএ টেস্টও করা হয়েছে বলে জানা গেছে।
ওড়িশার রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের শতাধিক যাত্রী নিহত হয়েছে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন স্বজনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছেন।
উল্লেখ্য, গত ২ জুন ওড়িশার বাহানাগা বাজার স্টেশনে চেন্নাইগামী করমণ্ডল, হাওড়া গামী যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির দুর্ঘটনায় ২৮৮ জন যাত্রী মারা যান এবং আহত হন প্রায় এক হাজার।
No comments: