মোদির যুক্তরাষ্ট্র সফরে যেসব সমঝোতা সই হলো
ভারতের প্রধানমন্ত্রী মোদীর যুক্তরাষ্ট্র সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি, সমঝোতা সই ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে, তার মধ্যে বেশিরভাগই সামরিক।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান জেনারেল মোটরস ঘোষণা করেছে, তারা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যালের সঙ্গে মিলে ভারতীয় বিমানবাহিনীর জন্য জেট ইঞ্জিন তৈরি করবে। এই জেট ইঞ্জিন ভারতীয় বিমানবাহিনীকে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে রাখবে বলে দাবি করা হচ্ছে।
অপরদিকে তিনটি মার্কিন সেনা কমান্ডে যোগাযোগকারী অফিসার বহাল করবে ভারত। গোয়েন্দা তথ্যের বিনিময় ও সহযোগিতা বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: ভারতে ‘ধর্মীয় বৈষম্য’ নেই: মোদি
অন্য এক চুক্তি অনুযায়ী, মার্কিন চিপ উৎপাদক কোম্পানি মাইক্রন গুজরাটে একটি চিপ তৈরির কারখানা করবে। তাতে ২৭৫ কোটি ডলার বিনিয়োগ করা হবে। এছাড়া টেসলার প্রধান ইলন মাস্ক আগেই জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি ভারতে টেসলা গাড়ি তৈরির কারখানা করবেন।
ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই সম্মত হয়েছে যে ভারতে দুটি নতুন কনস্যুলেট খোলার প্রক্রিয়া শুরু করবে। একটি আহমেদাবাদে ও অপরটি বেঙ্গালুরুতে। ভারতও সিয়াটলে ও অন্য দুটি জায়গায় কনস্যুলেট খুলবে।
আরও পড়ুন: চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে অপরিহার্য হয়ে উঠছে ভারত
২০২৫ সালের মধ্যে চাঁদে আবার মানুষ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতও তাতে সামিল হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভারতের একজন মহাকাশচারী পাঠাবে তার দেশ।
ভারতকে আমেরিকা যাতে ফাস্ট ট্র্যাকে অস্ত্র দিতে পারে সেজন্য সিনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিল এনেছেন কয়েকজন পার্লামেন্ট সদস্য। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই বাণিজ্য বাড়াবে। ২০১৪ সালের তুলনায় ২০২২-এ বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে। সেটা আরও বাড়ানো হবে।
Tag: English News lid news national
No comments: