ওমান থেকে বছরে আরও ১.৫ মিলিয়ন টন এলএনজি আমদানির চুক্তি
ওমান হতে জি-টু-জি ভিত্তিতে ১০ বছর মেয়াদী অতিরিক্ত ০.২৫ থেকে ১.৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং ওমানের পক্ষে ওকিউটির (OQT) এর নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী চুক্তিতে স্বাক্ষর করেন।
জি টু জি ভিত্তিতে ১০ বছর মেয়াদী ১.০ থেকে ১.৫ এমটিপিএ এলএনজি আমদানির লক্ষ্যে পেট্রোবাংলা ও Oman Trading International (বর্তমান নাম OQ Trading Limited-OQT) এর সাথে ২০১৮ সালে LNG’র Sale And Purchase Agreement (SPA) প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষরিত চুক্তির আলোকে OQT বর্তমানে বছরে ১.০ এমটিপি (১৬ কার্গো) এলএনজি সরবরাহ করছে। জি-টু-জি ভিত্তিতে OQ Trading Limited (OQT) হতে ১০ বছর মেয়াদে (২০২৬ সালে ৪ কার্গো এলএনজি, ২০২৭ হতে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৬ কার্গো এলএনজি এবং ২০২৯ হতে ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছর ২৪ কার্গো এলএনজি যা কম বেশি ১.৫ এমটিপিএ এলএনজি’র সমতুল্য) আমদানির লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
No comments: