Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা




গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু সরকারি টেকনিক্যাল কলেজে প্লাস্টিকের বস্তার মধ্যে শক্তিশালী বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। শনিবার দুপুর ২টার দিকে র‌্যাব-৫ (রাজশাহী) এর 'বোম ডিসপোজাল ইউনিট' বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় কলেজ ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের প্রধান ল্যান্স কর্পোরাল লাবু খন্দকার জানান, প্লাস্টিকের বস্তার ভেতরে একটি লাগেজে শক্তিশালী বোমা রয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী সার্কিট ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বোমার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, তাদের কাছে বোমাটি নিষ্ক্রিয় করার মতো যন্ত্রপাতি নেই। তাই উচ্চ ক্ষমতার যন্ত্রপাতি ও বোমা বিশেষজ্ঞ দল পাঠানো জন্য ঢাকায় র‌্যাব হেডকোয়ার্টারে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছলেই বোমাটি নিষ্ক্রিয় করা হবে জানান তিনি। পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও র‌্যাব জানায়, গুরুদাসপুর পৌরশহরের বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষের অফিস কক্ষের দরজা ঘেঁষে কে বা কারা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি লাগেজ রেখে যায়। ওপরে লেখা ‘প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর-আম্রপালি ৩০ কেজি।' অধ্যক্ষ সাইদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কলেজে আসেন তিনি। দরজা ঘেঁষে রাখা কার্টনে বিশেষবার্তা লেখা থাকায় সন্দেহ হয় তার। অন্য শিক্ষকদের সহায়তায় পুলিশকে খবর পাঠান তিনি। তিনি আরও জানান, কলেজটি নিয়ে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সঙ্গে মামলা চলছে। এই বিরোধের জের ধরে সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তাকে ও কলেজটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই বিরোধ থেকে প্রতিপক্ষ তার অফিস কক্ষের সামনে বোমা রাখতে পারে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, অধ্যক্ষের ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের সন্দেহের কারণে লাগেজ খুলতে র‌্যাবকে খবর পাঠানো হয়। পরে দুপুর ২টার দিকে র‌্যাবের 'বোম ডিসপোজাল ইউনিট' এসে তা পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে বোমা থাকার বিষয়টি নিশ্চিত করে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা রাখায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply