জোরে গাড়ি চালানোয় এক কোটি ৩৮ লাখ টাকা জরিমানা
নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালানোয় এক লাখ ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এক ব্যক্তিকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতীকী ছবি
ওই ব্যক্তি ফিনল্যান্ডের আলান্ড আইল্যান্ডসের বাসিন্দা। তার নাম আন্দার্স ভিকলফ।
আলান্ড আইল্যান্ডসে একজন চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়ে থাকে। জরিমানা করা ব্যক্তি সম্ভবত ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি তাকে সেখানে ‘রাজা’ নামেও ডাকা হয়। তার লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটনখাতে ব্যবসা রয়েছে।
স্থানীয় পত্রিকা ‘নুয়া আলান্ড’ জানিয়েছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তার আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে।
আরও পড়ুন: একসঙ্গে দুটি নৌ মহড়া শুরু রাশিয়ার
এর আগে ২০১৮ সালে একই অপরাধে আন্দার্স ভিকলফকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল। তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।
Tag: English News lid news others world
No comments: