সাড়ে আট হাজার কিমি হেঁটে হজ করতে মক্কায় ভারতের শিহাব
বিমানে বা গাড়িতে নয়। পায়ে হেঁটে পবিত্র হজযাত্রা শেষ করলেন ভারতীয় এক যুবক। যদিও এভাবে সৌদি আরবের মক্কায় পৌঁছাতে এক বছরেরও বেশি সময় লেগেছে তার। এই যাত্রার জন্য সাড়ে আট হাজারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। যা একরকম বিস্ময়কর বলেই মানছেন বহু ধর্মপ্রাণ মুসলিম।
মক্কায় কেরালার যুবক শিহাব ছোটু। ছবি: সংগৃহীত
ভারতের কেরালার যুবক শিহাব ছোটু। ৩৭০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। পাকিস্তানসহ চার দেশ পেরিয়ে পৌঁছেছেন সৌদি আরবের মক্কায়, পবিত্র তীর্থক্ষেত্রে।
সম্প্রতি কেরালার এই যুবকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, শিহাবের এই কীর্তির জেরে আরব দেশেও রীতিমতো হইচই পড়ে যায়।
ভারতের দক্ষিণের রাজ্য কেরালার মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা শিহাব গত বছরের ২ জুন পবিত্র হজ যাত্রার জন্য মক্কার উদ্দেশ্য রওনা হন। এক বছর পর চলতি জুন মাসের শুরুর দিকে সেখানে পৌঁছান তিনি। পবিত্র এই তীর্থযাত্রার জন্য পায়ে হেঁটে প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। সেখানে পৌঁছাতে ৩৭০ দিন সময় লেগেছে তার।
আরও পড়ুন: বিমানকে আরও ১০টি হজ ফ্লাইটের স্লট দেয়ার কথা ভাবছে সৌদি
পায়ে হেঁটে মক্কা যেতে শিহাব প্রথমে উত্তর ভারত হয়ে পাকিস্তান পৌঁছান। সেখান থেকে ইরান যান তিনি। এরপর রাজধানী তেহরান হয়ে ইরাকে পা দেন। ইরাক থেকেই কুয়েত চলে আসেন ওই যুবক। চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে কুয়েত ও সৌদি আরবের সীমান্তে পৌঁছান শিহাব।
সৌদি আরবে ঢোকার পর প্রথমে মদিনায় চলে যান তিনি। সেখানে ২১ দিন থাকার পর মক্কার দিকে রওনা হন তিনি। মদিনা ও মক্কার মধ্য়ে দূরত্ব প্রায় ৪৪০ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে তার সময় লাগে ৯ দিন।
চলতি বছরে মক্কায় হজ করতে গেছেন শিহাবের মা জাইনাবাও। তবে ছেলের মতো পায়ে হেঁটে যাননি তিনি। মদিনা থেকে মক্কায় পৌঁছে মায়ের সঙ্গে দেখা করেন শিহাব।
কেরালাবাসী এই যুবকের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে প্রতিদিন নিজের এই দীর্ঘ যাত্রাপথের বর্ণনা দিয়েছেন শিহাব। প্রতিদিন যাত্রা শেষ করার পর নিজের চ্যানেলে বিবরণ দিতেন তিনি।
আরও পড়ুন: সৌদিতে হজ এজেন্সির মালিক আটক, ৮২৩ জনের হজযাত্রা অনিশ্চিত
নিজের ঐতিহাসিক হজযাত্রা নিয়ে শিহাব বলেন, ‘মালাপ্পুরম থেকে রওনা হয়ে একের পর এক রাজ্য পেরিয়ে ওয়াঘা সীমান্তে পৌঁছাই। ওখান থেকে পাকিস্তানে ঢুকতে গিয়েছিলাম। কিন্তু অভিবাসন দফতরের তরফে আমাকে বাধা দেয়া হয়। কারণ আমার কাছে বৈধ ভিসা ছিল না।
এর পর ট্রানজিট ভিসা নিয়ে পাকিস্তানে ঢোকেন তিনি। এর জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয় তাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে ঢোকেন শিহাব। এরপর মক্কা পৌঁছতে আরও চারমাস সময় লেগেছে তার। তার ঐতিহাসিক হজযাত্রার খবর ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে সবিস্তারে উঠে এসেছে।
Tag: English News lid news others world
No comments: