Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ২০ কিলোমিটার ছুটে পলাতক বরকে ধরে এনে বিয়ে!




আড়াই বছর প্রেমের পর ঘর বাঁধার সিদ্ধান্ত নিলেন প্রেমিক-প্রেমিকা। সম্পন্ন হলো বিয়ের সব আয়োজন। বিয়ের পোশাক পরে মণ্ডপে অপেক্ষা করছেন কনে। তবে বিয়ের দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বর। খবর পেয়ে ২০ কিলোমিটারের বেশি তাড়া করে বিয়ের মণ্ডপে ফিরিয়ে আনলেন কনে নিজেই। রোববার (২১ মে) ভারতের উত্তরপ্রদেশের বারেলির বারাদারি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৪ মে) এনডিটিভির প্রতিবেদনে জানায়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বরেলির। জানা গেছে, আড়াই বছর ধরে সম্পর্ক থাকার পর অবশেষে বিয়ে ঠিক হলেও দিন যত এগিয়ে আসছিল, ততই বিয়ের দায়িত্ব নিতে ভয় পেয়ে যাচ্ছিলেন হবু বর। শেষমেশ বিয়ের দিনেই তিনি বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নেন। রোববার (২১ মে) বাদুন জেলার ভুতেশ্বরনাথ মন্দিরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেও বরের দেখা মেলেনি। কনে যখন বরকে ফোন দিলেন, তখন বর বলেছেন, তিনি বিয়ের অনুষ্ঠানের জন্য তার মাকে আনতে গেছেন। তবে বরের কথাটি কনের বিশ্বাস হয়নি। বিয়ের সাজেই মণ্ডপ থেকে বরকে খুঁজতে বেরিয়ে পড়লেন তিনি। প্রায় ২০ কিলোমিটার ছোটাছুটির পর বারেলির সীমান্তে একটি থানার কাছে দাঁড়িয়ে থাকা বাসের ভেতর খুঁজে পাওয়া যায় বরকে। আরও পড়ুন: দিনমজুরের অ্যাকাউন্টে হঠাৎ শত কোটি টাকা! এর পরেই শুরু হয় বর-কনের বাগবিতণ্ডা। দুই ঘণ্টা কথাবার্তা চলার পর কনে, তার পরিবার এবং বরের পরিবারের লোকজন পাত্রকে বারেলি শহরের বাইরে একটি ভিমোরা মন্দিরে নিয়ে যান। বরের পরিবার বিয়েতে সম্মতি দেয়। বিয়ের প্রতিশ্রুতি দেয়ার পরও প্রেমিকাকে বিয়ে না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় অনেকে ওই বরের সমালোচনা করছেন। আবার বরকে বিয়ের আসরে ফিরিয়ে আনায় কনের সাহসিকতারও প্রশংসা করছেন তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply