Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দু’এক দিনে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী




বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ শুক্রবার দুই দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দু’এক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে সরকার কাজ করছে। আজ শুক্রবার (১৯ মে) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। কাঁচা বাজার নিয়ন্ত্রণের বিষয়ে টিপু মুনশি বলেন, “এটি আমার দায়িত্বে নেই। কাঁচা বাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে, সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচা বাজার ওঠা-নামা করে, কখনও শাক-সবজির দাম বাড়ে, আবার কমে।” বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে, সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।” বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে, বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় আমাদের সহ্য করতে হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, সাবেক যুবলীগ নেতা মহসিনুল বারী শিমুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply