ওয়ার্ক পারমিটে বড় ধরনের পরিবর্তন আনছে সুইডেন
অভিবাসীদের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সুইডেন। ওয়ার্ক পারমিটের জন্য মাসিক আয়সীমা ১৩ হাজার থেকে দ্বিগুণ বাড়িয়ে ২৬ হাজার ৫৬০ সুইডিশ ক্রোনো করার প্রস্তাব করেছে দেশটির সরকার। চলতি বছরের অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকরের পরিকল্পনা করছে সুইডিশ সরকার।
সংগৃহীত ছবি
উন্নত জীবন আর ভালো উপার্জনের জন্য সারা বিশ্বে সুপরিচিত সুইডেন। উত্তর ইউরোপের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে সহজেই ওয়ার্ক পার্মিটসহ রয়েছে স্থায়ী বসবাসের সুযোগ। আর তাই অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের দেশ সুইডেন।
বর্তমান নিয়মে সুইডেনে বিভিন্ন ভিসায় এসে মাত্র ১৩ হাজার সুইডিস ক্রোনা (বাংলাদেশি টাকায় আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) মাসিক আয় দেখিয়ে সহজেই মেলে ওয়ার্কপারমিট। তবে এই নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সুইডেন সরকার।
আরও পড়ুন: সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী গ্রেফতার
প্রস্তাবিত নতুন নিয়মে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বেতন ধরা হয়েছে ২৬ হাজার ৫৬০ সুইডিস ক্রোনো যা বাংলাদেশি টাকায় আনুমানিক ২ লাখ ৭৭ হাজার টাকা। যা আগামী অক্টোবর থেকে কার্যকর হতে পারে।
তবে যারা সিজনাল কৃষি ভিসায় সুইডেনে আসবেন তাদের ক্ষেত্রে নতুন এ নিয়ম কার্যকর হবে না।
প্রস্তাবিত ন্যূনতম বেতন কাঠামো নিয়ে স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রবাসীদের প্রত্যাশা, যারা ইতোমধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে বসবাস করছেন তাদের যেন পুরাতন নিয়মেই ভিসা নবায়নের সুযোগ দেয়া হয়।
No comments: