শহিদ কাপুরের বিয়ের খবরে কান্নায় ভেঙে পড়েছিলাম: উরফি
পোশাকের কারণে বিভিন্ন সময় বির্তর্কের জন্ম দিয়েছেন উরফি জাভেদ। বলা যায়, প্রচারের আলোয় থাকার কৌশল বেশ ভাল জানা তার।
সংগৃহীত ছবি।
এবার উরফি নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে প্রেমে পড়ার খবর জানিয়েছেন।
উরফি স্টোরিতে লিখেছেন, ‘ঠিক ২০ বছর আগে ৯ মে ইশক ভিশক সিনেমাটি মুক্তি পায়। আর এই মুভিটি দেখে শহিদ কাপুরের প্রেমে পড়েছিলাম।’
তিনি আরও জানিয়েছেন, তার ১০০ ডায়েরি শহিদের নাম লিখে পূরণ করেছেন। এ ছাড়া তার ঘরে শহিদের নামে ১০০টি মন্তব্যও লিখে রেখেছেন।
আরও পড়ুন: বিয়ে নয়, সন্তান নিতে চান সালমান খান
শহিদ কাপুরের বিয়ের পর নিজের অবস্থার কথা জানিয়ে উরফি লিখেছেন, তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। আর হয়ত এই কারণেই উরফি অন্য কোনও পুরুষের সঙ্গে থাকতে পারেনি।
Uorfi Embed
অভিনেত্রী বলেন, ‘ইশক ভিশক সিনেমাটির কারণে ২০ বছর আগে আমার জীবন বদলে গিয়েছিল। এই সিনেমাটি একটি গেম চেঞ্জার ছিল, আজ পর্যন্ত এটি এত প্রাসঙ্গিক; গান, সংলাপ, সবকিছু।’
No comments: