Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » শীর্ষে থাকা গুজরাটের জয়রথ থামাল তলানির দিল্লি




Nagad শীর্ষে থাকা গুজরাটের জয়রথ থামাল তলানির দিল্লি আইপিএলের চলতি মৌসুমে বেশ দুরন্ত গতিতে ছুটছে গুজরাট টাইটান্স। সবশেষ তিন ম্যাচে টানা জয় তুলে নিয়েছিল শীর্ষে অবস্থান করা হার্দিক পান্ডিয়ারা। কিন্তু পয়েন্ট তালিকায় একদম তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে হেরে গেল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের আইপিএলের ৪৪তম ম্যাচে গুজরাট টাইটান্সের পেসার মোহাম্মদ শামির বোলিং তোপে মাত্র ১৩০ রানে আটকে যায় দিল্লি। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত সময়ে ১২৫ রানেই আটকে যায় স্বাগতিকরা। ফলে ৫ রানের রোমাঞ্চকর জয়ে গুজরাটের জয়রথ থামাল মুস্তাফিজের দল। এই জয়ে ৯ ম্যাচ খেলে তৃতীয় জয় তুলে নিল ডেভিড ওয়ার্নারের দিল্লি। তবুও পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তারা। অন্যদিকে হেরেও পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাটের দল। ৯ ম্যাচে ৬ জয়ে ওদের সংগ্রহ ১২ পয়েন্ট। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার। তবে শামির আগ্রাসী বোলিংয়ে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে অল্পতেই গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দিল্লি। এর মধ্যে ওয়ার্নার রানআউট হয়ে ফিরলেও বাকি চার ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরান ডানহাতি এই পেসার। ওই অবস্থা থেকে ৫৪ বলে ৫০ রানের জুটি গড়ে দিল্লিকে টেনে নিয়ে যান অক্ষর প্যাটেল ও আমান হাকিম খান। মোহিত শর্মার ডেলিভারিতে ৩০ বলে ২৭ রান করে বিদায় নেন অক্ষর। কিন্তু আমান আইপিএলে অভিষেক ফিফটি হাঁকিয়ে ৫১ রান করেন। এরপর রিপাল প্যাটেলের ১৩ বলে ২৩ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের পুঁজি পায় দিল্লি। কম রানের লক্ষ্য তাড়ায় দিল্লির বোলারদের তোপের মুখে পড়ে শুরুতেই ব্যাটিং–ধস নামে গুজরাটের ইনিংসেও। সপ্তম ওভারের মধ্যে ৩২ রানে ৪ উইকেট পড়ে যায় তাদের। তবে হার্দিক পান্ডিয়া এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। পঞ্চম উইকেটে অভিনব মনোহরকে নিয়ে ৬৩ বলে ৬২ রানের জুটি গড়ে গুজরাটকে ম্যাচে রাখেন তিনি। কিন্তু ১৮তম ওভারের প্রথম বলে মনোহর আউট হয়ে ফিরে যান। ধীর গতিতে ৩৩ বলে ২৬ রান করেন এই ব্যাটার। তার বিদায়ের পর ক্রিজে আসেন রাহুল তেওয়াতিয়া। শেষ দুই ওভারে গুজরাটের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩ রান। তবে ১৯তম ওভারে আনরিখ নরকিয়াকে পরপর তিন ছক্কা মেরে ২১ রান নিয়ে ম্যাচে ফেরান তেওয়াতিয়া। ফলে শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ১২ রান। তবে শেষ ওভারে প্রচণ্ড চাপের মধ্যেও নিজের স্নায়ু ধরে রেখে দিল্লিকে জয় পাইয়ে দেন ঈশান্ত শর্মা। ওভারের প্রথম চার বলে মাত্র ৩ রান দেওয়ার পর চতুর্থ বলে ৭ বলে ২০ রান করা তেভাতিয়াকে ফেরান। পঞ্চম বলে ২ রান নেওয়া রশিদ খান শেষ বলে নেন ১ রান। ৬ উইকেটে ১২৫ রানেই থেমে যায় গুজরাট, পান্ডিয়া অপরাজিত থেকে যান ৫৩ বলে ৫৯ রান করে। দিল্লির হয়ে ২টি করে উইকেট খলিল আহমেদ ও ঈশান্ত শর্মার। তবে ম্যাচসেরা হয়েছেন গুজরাটের পেসার শামি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply