বিয়ে করলেন পাকিস্তানের অভিনেত্রী মাদিহা ইমাম
বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাদিহা ইমাম। তার বরের নাম মজি বাসার। গত ১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মাদিহা ইমাম লিখেছেন— ‘১ মে বিয়ে করেছি। আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ বিয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, মাদিহার পরনে লাল রঙের লেহেঙ্গা, হাতজুড়ে মেহেদি আর কপালে শোভা পাচ্ছে টিকলি। তার বর মজি বাসার পরেছেন ক্রিম কালারের শেরওয়ানি।
আরও পড়ুন: বিয়ে করলেন সালমান মুক্তাদির!
মাদিহার বর মজি বাসার পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘দ্য সিক’ (২০১৮), ‘লুকাচুপি’ (২০১৯) প্রভৃতি। গায়ক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বেশ কটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি।
১৯৯১ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন মাদিহা ইমাম। ২০১৩ সালে টিভি সিরিজের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। অল্প সময়ের মধ্যে পাকিস্তানের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় জায়গা করেন নেন এই অভিনেত্রী। মাদিহা ইমাম অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো— ‘খালিশ’, ‘ইশক মে তেরা’, ‘ইশক জালেবি’, ‘ধানি’ প্রভৃতি।
আরও পড়ুন: কিম কার্দাশিয়ানের মতো দেখতে মডেলের মৃত্যু
গায়ক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বেশ কটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি।
২০১৭ সালে ‘ডিয়ার মায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মাদিহা ইমাম। সুনয়না ভাটনাগর পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেন মনীষা কৈরালা, রোহিত সুরেশ সরাফ, শ্রেয়া চৌধুরী, ইরাবতি হর্ষে প্রমুখ। তাছাড়া বেশ কটি পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন মাদিহা।
No comments: