Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আইপিএল ফাইনালে গুজরাট-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ




ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল আজ (২৮ মে)। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮ টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে উভয় দল। এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই পঞ্চমবারের মতো আইপিএল শিরোপার দুয়ারে দাঁড়িয়ে আছে। আর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট গত আসরে প্রথমবার অংশ নিয়েই শিরোপা ঘরে তোলে। এবার তাদের সামনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। daraz চলতি আসরে চেন্নাই-গুজরাট দুই দলই মাঠে দুর্দান্ত খেলছে। টুর্নামেন্ট শুরুর পর থেকে দারুণ ক্রিকেট খেলে শিরোপার লড়াইয়ে এসেছে তারা। যেখানে চেন্নাইকে দুইয়ে রেখে পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকেই প্লে অফে জায়গা করে নিয়েছিল গুজরাট। তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ধোনির দল। এদিকে এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে কোয়ালিফায়ারে উঠেছিল টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রোহিত শর্মাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাটের ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, অম্বাতি রাইডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা। গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply