শাহবাজ ও সেনাপ্রধান আমার দলকে ধ্বংস করতে চায়: ইমরান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান সেনাপ্রধান জেনারেল অসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আমার দলকে ধ্বংস করতে চায়। তারা যেকোনো মূল্যে আমাকে ক্ষমতায় যাওয়া থেকে ঠেকাতে চাইছেন।
ইমরান খান। ছবি: সংগৃহীত
শনিবার (২০ মে) লাহোরে নিজের বাসভবনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ অভিযোগ করেন।
ইমরান খান বলেন, ‘সেনাপ্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার বিষয়ে তার ব্যক্তিগত আক্রোশ রয়েছে। তিনি কেন এমন করছেন, তা আমার জানা নেই।’
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্পর্কে ইমরান খান বলেন, ’তিনি সেনাবাহিনীর পুতুল ছাড়া কিছু নন। নিজের বুদ্ধিতে দেশ চালানোর মতো সক্ষমতা তার নেই।’
আরও পড়ুন: ইমরান খানকে কার্যালয়ে হাজিরের নির্দেশ ন্যাবের
৭০ বছর বয়সী এই নেতা বলেন, ‘আমার দলের শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে। আমার বিরুদ্ধে ১৫০টির মতো মামলায় দায়ের করা হয়েছে। আমি যেকোনো সময় গ্রেফতার হতে পারি। কিন্তু ঘটনা যে দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি, তাকে তো আর দাবিয়ে রাখা যাবে না। চাইলেই একটি চেতনাকে গ্রেফতার করা যায় না।’
গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর থেকেই তিনি অভিযোগ করে আসছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী।
আরও পড়ুন: ওয়ারেন্ট নিয়ে ইমরান খানের বাসভবনে পুলিশের তল্লাশি
গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে ১২ মে ইমরানের দুই সপ্তাহের তথা ২৬ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।
ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ দেখা দেয়। পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়। গ্রেফতার করা হয় প্রায় ২ হাজার নেতাকর্মীকে।
সাম্প্রতিক সময়
আ
No comments: