রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
লন্ডনে কমনওয়েলথ লিডার্স ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । অনুষ্ঠানে তিনি ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেছেন।
কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে স্থানীয় সময় শুক্রবার (৫ মে) দুপুর ২টার অনুষ্ঠানটি শুরু হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী মার্লবোরো হাউসের গার্ডেনে কমনওয়েলথ যৌথ পরিবারের ফটো সেশনে যোগ দেবেন। এছাড়া তিনি কমনওয়েলথ নেতাদের আলোচনায় যোগ দেবেন, যেখানে রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং অফিসে কমনওয়েলথ চেয়ার পল কাগামে সভাপতিত্ব করবেন।
এরপর শেখ হাসিনা সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রাজা ও রানী কনসোর্টের রাজ্যাভিষেকের উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সংবর্ধনায় যোগ দেবেন।
এর আগে, শুক্রবার (৫ মে) ভোররাতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। শনিবার (৬ মে) লন্ডনের ওয়েসমিনিস্টার অ্যাবে-তে আনুষ্ঠানিকভাবে রাজ মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন।
Tag: English News others world
No comments: