এসপানিওল ২: ৪ বার্সেলোনা
বার্সার গোল উদ্যাপনছবি: রয়টার্স ‘এভাবেও ফিরে আসা যায়’- চন্দ্রবিন্দু ব্যান্ডের এই গান জাভি হার্নান্দেজের শোনার কথা না। তবে বার্সেলোনা কোচ মার্কিন র্যাপার এল এল কোল জি’র ‘মামা সেইড নক ইউ আউট’ গানটি হয়তো শুনতেও পারেন। যে গানের প্রথম লাইনটির অর্থ হচ্ছে, ‘এটাকে ফিরে আসা বলো না, আমি অনেক বছর ধরে এখানেই আছি।’ জাভির জন্য এটাই তো সবচেয়ে বড় সত্যি! বার্সা তো তাঁর বাড়িই, আর ন্যু ক্যাম্প ঘর। সাময়িকভাবে কিছুদিনের জন্য শরীর সেই ঘর ছেড়েছিল বটে, তবে মনটা তো এখানেই পড়ে ছিল। দলের বিপর্যয়ে সাড়া দিয়ে ২০২১ সালের নভেম্বরে মাঝ মৌসুমে ফের ফিরে এসেছিলেন সেই ঘরে। আরও পড়ুন আগামীকাল জাভিরা শিরোপা নিশ্চিত করলে যেভাবে হবে উদ্যাপন সর্বশেষ ২০১৯ সালে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা সেবার ৯ নম্বরে থাকা বার্সাকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াইয়ে দুইয়ে তুলে এনেছিলেন জাভি। আর এবার প্রথমবারের মতো পূর্ণ মৌসুমে ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেয়ে বার্সাকে লিগ শিরোপায় পুনরুদ্ধার করে দিলেন এ স্প্যানিশ কিংবদন্তি। এটি বার্সার ২৭তম লিগ শিরোপা। আজ রাতে এসপানিওলকে তাদের মাঠেই ৪-২ গোলে গুঁড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে বার্সা। ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। একটি করে গোল করেন আলেসান্দ্রো বালদে এবং ইউলেস কুন্দে। ৮ বছর আগে ২০১৫ সালে ট্রেবল জিতে কান্নাভেজা চোখে জাভি যখন বার্সা ছেড়েছিলেন, তখন কি ভেবেছিলেন একদিন বার্সাকে ডাগআউটে দাঁড়িয়ে শিরোপা জেতাবেন! কে জানে, জাভির মতো কিংবদন্তিরা ভাবলেও ভাবতেও পারেন! তবে সমর্থকদের জন্য এ এক অনন্য ফেরা। বাংলা ভাষাভাষী বার্সা সমর্থকেরা তাই চাইলে গাইতেও পারেন- এভাবেও ফিরে আসা যায়। এসপানিওলের মাঠে উদ্যাপনটা অবশ্য মন ভরে করতে পারেননি জাভিরা। উদ্যাপনের মাঝেই বেরসিক এসপানিওল সমর্থকেরা মাঠে নেমে আসায় মাঠ ছাড়তে হয় বার্সা খেলোয়াড়দের। তাতে অবশ্য জাভি-লেভারা হয়তো মন খারাপ করবেন না। উদ্যাপনের জন্য ক্যাম্প ন্যু তো আছেই। জোড়া গোল করেছেন লেভা জোড়া গোল করেছেন লেভাছবি: রয়টার্স আগের রাতে রিয়াল মাদ্রিদের জয়ের কারণে আজ রাতে শিরোপা নিশ্চিত করতে বার্সাকে জিততেই হতো। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অতীত রেকর্ডও মাঠে নামার আগে অনুপ্রেরণা জোগাচ্ছিল বার্সাকে। মাঠে নামার আড়ে দুই দলের পয়েন্ট পার্থক্য ছিল ৫১ পয়েন্টের। এই ম্যাচের আগ পর্যন্ত টানা ২৫ ম্যাচে কাতালান ডার্বিতে জয়হীন (৭ ড্র ও ১৮ হার) ছিল এসপানিওল। আর বার্সা নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামে এদিন। আরও পড়ুন বার্সেলোনার জিয়নকাঠি জাভি বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ এসপানিওলের মাঠে ম্যাচের ৬ মিনিটেই সহজ সুযোগ হাতছাড়া করেন পেদ্রি। ডি-বক্সের ভেতর আনমার্ক থেকেও গোল করতে ব্যর্থ হন এই স্প্যানিশ তরুণ। তাঁর শট দূরের পোস্টের বাইরে দিয়ে চলে যায়। সে যাত্রায় গোল না হলেও এস্পানিওলের গোলমুখ বার্সাকে ১১ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে দারুণভাবে এসপানিওল ডি-বক্সে ঢুকে বাইলাইন থেকে বল বাড়ান রবার্ট লেভানডফস্কির উদ্দেশ্যে। লেগে থাকা মার্কারকে ছিটকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান লেভা। মৌসুমের নিজের ২০তম গোলে বার্সাকে শিরোপা স্বপ্নে মাতিয়ে তুলেন এই পোলিশ স্ট্রাইকার। বার্সা কোচ জাভি হার্নান্দেজ বার্সা কোচ জাভি হার্নান্দেজছবি: রয়টার্স ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সার জন্য লিগ শিরোপাও নিশ্চিত করে দেন বালদে। স্বাগতিকদের তাসের ঘরের মতো নড়বড়ে রক্ষণ ভাঙতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি বার্সাকে। পেদ্রির দারুণ এক অ্যাসিস্টে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন বালদে। ২৪ মিনিটে এসপানিওল গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে না দিলে নিজের দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই গিয়েছিলেন লেভা। তৃতীয় গোলটি না আসলেও একের পর এক আক্রমণে এসপানিওলের রক্ষণকে রীতিমতো নাচিয়ে ছাড়ে বার্সার আক্রমণভাগ। স্বাগতিক এসপানিওল হুটহাট দুই একবার বার্সা রক্ষণে হানা দিলেও তা গোল আদায়ের জন্য মোটেই যথেষ্ট ছিল না। উল্টো ৪০ মিনিটে বার্সার আক্রমণের চাপে পিষ্ট হয়ে তৃতীয় গোলটিও হজম করে বসে এস্পানিওল। আরও পড়ুন রিয়ালের কাছে বার্সার হারের ঘায়ে জাভির ‘দাওয়াই’ লা লিগা বার্সা কোচ জাভি হার্নান্দেজ। কাল রিয়ালের বিপক্ষে ডাগ আউটে এবার রাফিনিওর নিঁখুত পাস থেকে দুর্দান্ত স্লাইডে বল জালে জড়ান লেভা। এই গোলের পর কাতালান ডার্বির পরিবর্তে ভাষ্যকারেরা এই ম্যাচের নতুন নামকরণও করেন। এর নাম দেওয়া হয় ‘ডেমোলিশন ডার্বি’, অর্থ্যাৎ ‘গুঁড়িয়ে দেওয়া ডার্বি’। প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এস্পানিওল। কিন্তু মৌসুমজুড়ে দুর্দান্ত ডিফেন্স করা বার্সার শেষ দেয়ালটা পেরোতে পারেনি তারা। আরও পড়ুন বার্সায় মেসির ‘শেষ নাচ’ দেখতে চান জাভি জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসি বিরতির পরও নিজেদের লক্ষ্য থেকে সরে আসেনি বার্সা। বিপরীতে এসপানিওল যেন আরও ছন্নছাড়া। যার সুযোগ নিয়ে ৫৩ মিনিটে নিজেদের চতুর্থ গোলটি আদায় করে নেয় বার্সা। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অ্যাসিস্টে গোল করনে কুন্দে। এরপর বার্সা কিছুটা আয়েশি ফুটবল খেলা শুরু করলে ব্যবধান কমানোর সুযোগ আসে এসপানিওলের সামনে। একাধিক প্রচেষ্টার পর অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে এক গোল শোধ করেন জাভি পাউদো। শেষ দিকে দুই দলই একরকম অলআউট ফুটবল খেলতে শুরু করে। এতে ম্যাচও জমে উঠে দারুণভাবে। উভয়েই দারুণ সব গোলের সুযোগ পেয়েছিল। শেষ মুহূর্তে এসপানিওল আরও এক গোল শোধ করে। তবে তাতেও বার্সার কোনো ক্ষতি হয়নি। ৪-২ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে বার্সা।Slider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
games
»
lid news
»
others
»
world
» এসপানিওলকে গুঁড়িয়ে লা লিগা শিরোপা জিতল জাভির বার্সেলোনা
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: