নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই: মার্কিন রাষ্ট্রদূত
নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নতুন ভিসানীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পিটার হাস বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন ভিসানীতি সেই প্রতিশ্রুতিকেই সমর্থন করে। এটা বাংলাদেশের জনগণের জন্যই।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে আগ্রহী এমন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।
প্রদর্শনীর উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং দু'দেশের মানুষের মেলবন্ধনের স্মারক যা সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদ প্রমুখ।
Tag: English News lid news world
No comments: