Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মুজিবনগর উপজেলার রসিকপুর- বাগোয়ান গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে উভয়পক্ষে আহত-৪




মেহেরপুরের রসিকপুর- বাগোয়ান গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে উভয়পক্ষে আহত-৪ শনিবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রসিকপুর ও বাগায়ান ইউনিয়নের বাগোয়ান গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। আহত মানিক বলেন, করোনা কালীন সময়ে ২০২০ সালে স্কুলে পড়া অবস্থায় সংঘর্ষের যের ধরে আজ ২০ মে শনিবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের রসিকপুর গ্রামের রসিকপুর ব্রিজে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মেহেরপুরের রসিকপুর- বাগোয়ান গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে উভয়পক্ষে আহত-৪ শনিবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রসিকপুর ও বাগায়ান ইউনিয়নের বাগোয়ান গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। আহত মানিক বলেন, করোনা কালীন সময়ে ২০২০ সালে স্কুলে পড়া অবস্থায় সংঘর্ষের যের ধরে আজ ২০ মে শনিবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের রসিকপুর গ্রামের রসিকপুর ব্রিজে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত ৪ জন হলো রসিকপুরের খোকন শেখের ছেলে মানিক(১৬) শামসুদ্দোহা শেখের ছেলে ৩/ মোঃ শানমন (১৮) এবং মজিদুলের ছেলে টোকন (২১)। গুরুতর আহত টোকনের মাথায় ৯ টা সেলাই দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা জানা যায়, আহত ৪ জন মোটরসাইকেল যোগে রশিকপুর ব্রিজে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা বাগোয়ান গ্রামের বাবলুর ছেলে বনি আমিন (২০), কাউস উদ্দিনে ছেলে লুৎফর (১৭), সবুজ(১৮), আলতাফের ছেলে কাউস উদ্দিন (৩৫) এবং সাকিব(১৬) দেশীয় অস্ত্র লাঠি ও রড নিয়ে আক্রমন করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আক্রমণকারী বনি আমিনও আহত হয়। তার মাথায় ৫ টি সেলাই দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বাগোয়ানের সাবেব ইউপি সদস্য কমরউদ্দিন ও রশিকপুরের ইউপি সদস্য পানু শেখ ঘটণার সত্যতা নিশ্চিত করে জানান করোনা কলীন সময়ে আহতরা স্কুলে পড়া অবস্থায় এক সংঘর্ষের জেরে আজকে পুনরায় রসিকপুর ব্রীজে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন , 'ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে, উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি । লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply